সিবিআই হেফাজতে (CBI) লালন শেখের (Lalon Seikh) মৃত্যু নিয়ে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন (National Humsn Rights Commison)। উল্লেখ্য, CBI এর অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয়েছিল বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে লালনের ময়নাতদন্তের রিপোর্ট। এবার সেই রিপোর্ট সহ, লালনের সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখতে সিবিআই ডিরেক্টর, বীরভূমের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন। চাওয়া হয়েছে ইনকোয়েস্ট রিপোর্ট, সাইট প্ল্যানও।
উল্লেখ্য, বগটুই কাণ্ডে(Bagtui Genocisde) গ্রেফতারের পর সিবিআই হেফাজতে(CBI Custody) ছিলেন লালন শেখ। সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সিবিআইয়ের অস্থায়ী শিবিরের শৌচালয়ে লাল রঙের গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ (Lalon Sheikh's body found in CBI Custody) উদ্ধার হয়। পরিবারের দাবি ছিল, লালনকে পরিকল্পিতভাবে খুন করেছে CBI