কাছে গিয়েও অভিযোগ জানাতে পারলেন না। কোচবিহারে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সফরের মধ্যেই এই অভিযোগ সিপিএম-কংগ্রেসের। দিনহাটায় রাজ্যপালের কনভয় যাওয়ার সময় তাঁর কাছে অভিযোগ জানাতে যান দুই রাজনৈতিক দলের কর্মীরা। অভিযোগ, ওই সময় পুলিশ তাঁদের কার্যত সেখান থেকে দূরে সরিয়ে দেন। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তাঁদের দাবি, রাজ্যপাল তাঁদের কথা শুনতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁদের কথা বলতে দেয়নি।
এদিন কোচবিহারে গিয়ে পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে রাজ্যপালের কাছে একপ্রস্ত অভিযোগ জানায় প্রতিটি রাজনৈতিক দল। তাঁদের কথা শুনেই দিনহাটার দিকে রওনা দেন সিভি আনন্দ বোস। এরমধ্যে রাস্তায় তাঁকে ফের অভিযোগ জানাবেন বলে অপেক্ষা করছিলেন বাম ও কংগ্রেস সমর্থকরা। দিনহাটা যাওয়ার পথে রাজ্যপালের কনভয়ের দিকে এগোতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়।
অভিযোগ এই সময় তাঁদের কার্যক ঘাড় ধাক্কা দিয়েই ওই জায়গা থেকে সরিয়ে দেয় পুলিশ। বাম-কংগ্রেস সমর্থকদের অভিযোগ, দিনহাটার প্রতিটি ব্লকে যা চলছে, তা তাঁরা রাজ্যপালকে জানানোর চেষ্টা করেছিল। আসল সত্য যাতে না বেরিয়ে আসে, তার জন্যই পুলিশের এমন আচরণ বলেও অভিযোগ করা হয়েছে। যাবতীয় অভিযোগ উড়িয়ে জেলা পুলিশের বক্তব্য, রাজ্যপালের নিরাপত্তার কারণেই রাজনৈতিক কর্মীদের কনভয়ের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।