পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একের পর হিংসার ছবি রাজ্যের সর্বত্র। ভোটের দিনও সেই একই ছবি। কোথাও বাম পোলিং এজেন্ট, বা কোথাও বাম প্রার্থী আক্রান্ত।
দফায় দফায় আক্রান্ত বাম সমর্থকরা। আর ইস্যুতে শনিবার কলকাতার রাজপথে নামলেন বাম নেতা-কর্মীরা। প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়। পৌঁছয় নির্বাচন কমিশনের দফতরের সামনে। এদিন মিছিলে অংশ নিয়েছিলেন, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমের মতো নেতারা।
আরও পড়ুন: সিপিএম প্রার্থীকে ভোটে দিতে 'বাধা', প্রতিবাদ করায় দীপ্সিতা ধরকে মারধরের অভিযোগ