ক্যাম্পাস খোলার দাবিতে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়(Visva-Bharati University)। বিশ্বভারতীর(Visva-Bharati) সেন্ট্রাল অফিসের সামনে বাম ছাত্রদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন নিরাপত্তারক্ষীরা। ছাত্র-ছাত্রীদের(Students) গায়ে হাত তোলার অভিযোগ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।
শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাস(Campus) খোলার দাবিতে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠন(Left Student Organization)। অভিযোগ, আন্দোলনকারী পড়ুয়ারা ক্যাম্পাসে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এমনকি কয়েকজন পড়ুয়াকে নিরাপত্তারক্ষীরা মারধর করেন বলেও বিক্ষোভকারীদের অভিযোগ।
পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলে সেন্ট্রাল অফিসের(Central Office) সামনে বলাকা গেটে তালা ঝুলিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। পরে গেট টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন কয়েকজন আন্দোলনকারী। গেটের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের(Left Student Organization) সদস্যরা।
আরও পড়ুন- School reopening: এখনই খুলছে না স্কুল, আদালতের কাছে সময় চাইল রাজ্য সরকার
প্রসঙ্গত উল্লেখ্য, গত জুন মাসে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ৩ পড়ুয়াকে সাসপেন্ড করার জেরে ছাত্রবিক্ষোভে অশান্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়(Visva-Bharati University)।