কথায় বলে আইন সকলের জন্য সমান। কিন্তু অনেকেই ন্যায্য বিচার পাওয়ার জন্য আদালত অবধি পৌঁছাতেই পারেন না , কারণ ‘অর্থ’। একটা মামলা চালিয়ে নিয়ে যেতে যে পরিমাণ অর্থের দরকার অনেকেরই তা খরচ করার সাধ্য থাকে না। এবার যাঁদের আইনজীবী নিয়োগের ক্ষমতা নেই তাদের জন্য সাহায্যের হাত বাড়াল বিচার বিভাগ। কলকাতা সহ রাজ্যের ১০টি জেলায় ‘লিগ্যাল এড ডিফ্যান্স কাউন্সিল’-এর দফতর খোলা হল।
West Bengal Weather Update: আরও বাড়বে তাপমাত্রা? তাহলে কি উধাও শীত? কী বলছে হাওয়া অফিস?
বুধবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, মালদহ , নদীয়া , পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই দফতরের ভার্চুয়াল উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবজ্ঞানম। তাঁর কথায়, ‘প্রত্যেক নাগরিকের সঠিক বিচার পাওয়ার অধিকার রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক মানুষেরা অনেক উপকৃত হবেন। বিচার বিভাগ সংক্রান্ত কেন্দ্রের এই প্রকল্প আগে থেকেই ছিল, এবার কিছু রাজ্যের মতো পশ্চিমবঙ্গের মানুষরাও এই সুবিধা পাবেন।