সকাল থেকেই মেঘলা আকাশ। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। এর জেরে হালকা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। কিন্তু এই নিম্নচাপের শক্তি যদি বজায় থাকত তবে গাঙ্গেয় উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আকাশ মেঘলাই থাকবে, বুধবার সেভাবে রোদের দেখা মিলবে না। কলকাতা ও সহ সংলগ্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের অনেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, নদীয়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায়। এই কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।