পর্যটনের মরসুমে বাতিল করা হল উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন (Train Cancelled) । পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে নিউ জলপাইগুড়ি স্টেশনে (Jalpaiguri Station) । সেকারণে বেশ কিছু ট্রেন বাতিলা করা হয়েছে । সেইসঙ্গে কিছু ট্রেনের সূচি ও যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে । আগামী তিনদিনের মধ্যে উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান রয়েছে ? তাহলে জেনে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে ?
এছাড়া বেশ কিছু ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে । যেমন, ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ৬ জানুয়ারি বিকেল ৪টা ১০মিনিটের পরিবর্তে রাত ১২টা ১০মিনিটে ছাড়বে ।