মালদহে দুঃসাহসিক ডাকাতি। পরিবারের সদস্যদের বেঁধে রেখে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল ডাকাত দল। লুঠ করা হয়েছে নগদ প্রায় ৩৫ হাজার টাকাও। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক তিন ব্লকের বৈষ্ণবনগর থানার শাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায়।
জানা গিয়েছে ওই এলাকার এক বেসরকারি স্কুলের কর্ণধর মোহাম্মদ উজির হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। রাতের বেলায় বাড়ির জানালার গ্রিল ভেঙে বাড়ির ভেতর ঢুকে পড়ে দুষ্কৃতীরা উজির-সহ পরিবারের সকলকে বেঁধে রেখে ঘন্টাখানেক ধরে অবাধে লুটপাট চালায়।
আরও পড়ুন - ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েছে ষাঁড়! হাসির ঝড় সোশ্যাল মিডিয়ায়, দেখুন ভিডিও
দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারেননি বাড়ির সদস্যরা। পরদিন সকালে ঘটনাস্থলে পৌঁছে বৈষ্ণবনগর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতীরা।