হাওড়ায় দ্বাদশ শ্রেণির ছাত্র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ। মৃত কিশোরের পরিবারের অভিযোগ, ওই কিশোরের এক সহপাঠিনীর সঙ্গে সম্পর্ক ছিল। ওই সহপাঠিনী এবং তার ঘনিষ্ঠরাই খুন করেছে।
এছাড়াও তাঁরা জানিয়েছেন, ওই কিশোরের রহস্যমৃত্যু নিয়ে পরিবার যাতে মুখ না খোলে তার জন্য হুমকি দিয়ে ফোনও করা হচ্ছে। ইতিমধ্যেই কিশোরের পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাওড়ার দাশনগর থানার পুলিশ। ইতিমধ্যেই ওই পরিবার নিরাপত্তার দাবি করেছে পুলিশের কাছে।
হাওড়ায়(Howrah Student Death) দ্বাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয় বুধবার। নিহত ছাত্রের নাম গণেশ ঘোষ। অভিযোগ, বুধবার সন্ধ্যায় বন্ধুরা তাকে ডেকে নিয়ে যায়। পরে এক বন্ধুর ফ্ল্যাটের নীচে রক্তাক্ত(Student Death in Howrah) অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ছাত্রকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে(SSKM Trauma Care)। বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয়েছে গণেশের।
আরও পড়ুন- চায়ের দোকানে গান,মহিলাদের ধূমপান! আপত্তি জানিয়ে খোদ কলকাতায় ধুন্ধুমার