২ মে ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা। লোকসভা নির্বাচনের আবহে ৮০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ২ মে ফলপ্রকাশ, একই দিনে পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট।
ভোটের কারণেই চলতি বছর বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল মাধ্যমিক, ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল পরীক্ষা। ২ মে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার পর অ্যাডমিট কার্ডের সাহায্যে অনলাইনে ফলাফল দেখতে পারবে পরীক্ষার্থীরা।
২ মে, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত ক্যাম্প শিবির থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তবে এবার লোকসভা নির্বাচনের জন্য ক্যাম্প অফিস পালটে ফেলা হয়েছে। নয়া ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট বণ্টন করা হবে।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩ জন, এর মধ্যে ৩,৯৬,২৭৬ জন ছাত্র এবং ৪,৭৯,৮৩৭ জন ছাত্রী। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল হয়েছিল ৪৮ জনের পরীক্ষা।
একাধিক ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে পড়ুয়ারা। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbbse.org এ লগ ইন করে ফলাফল জানা যাবে। পাশাপাশি মোবাইল অ্যাপ থেকেও মার্কশিটে রাখা যাবে চোখ। যা ডাউনলোড করতে হবে Google প্লে স্টোর থেকে।
এপ্রিলের মাঝামাঝি শিক্ষকদেরকে পরীক্ষার্থীদের খাতায় নম্বর সংশোধনের শেষদিন ধার্য করে দিইয়েছিল পর্ষদ। মাধ্যমিকের নম্বর সংশোধন করতে ফের পরীক্ষকদের সুযোগ দিল মধ্যশিক্ষা পর্ষদ। একাধিক পরীক্ষার্থীর নম্বরে হেরফের রয়েছে বলে মূল্যায়নে ধরা পড়ে, তার জেরেই ফের অনলাইনে নম্বর পুনর্মূল্যায়নের নির্দেশ দেয় পর্ষদ।
অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কী হবে?
পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড হারিয়ে ফেললে, ফলাফল জানার দু’টি উপায় আছে। প্রথমেই ওই পড়ুয়াকে স্থানীয় থানায় করতে হবে মিসিং ডায়েরি।
দ্বিতীয়, বিকল্প অ্যাডমিট চেয়ে পর্ষদের কাছে আবেদন জানাতে হবে পরীক্ষার্থীকে। সেই আবেদনের ভিত্তিতে বিকল্প অ্যাডমিট ইস্যু করতে পারে বোর্ড। তবে, ফল ঘোষণার আগে, বিকল্প অ্যাডমিট পাওয়া না গেলে, অনলাইনে তা দেখতে পাবে না ওই পড়ুয়া, সে ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের কাছে গিয়েই ফলাফল জানতে হবে।
অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলা কোনও পড়ুয়ার কাছে যদি অ্যাডমিটের ফটো কপি থাকে তা হলে সেটা দিয়ে অনলাইন বা অ্যাপে রেজাল্ট দেখা যাবে। কিন্তু মার্কশিট পেতে বিকল্প অ্য়াডমিট কার্ড লাগবে।
সাম্প্রতিক অতীতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের হার বেশ খানিকটা কমেছে। বিগত ছ'বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৯০ শতাংশের কম। এ বছরের ফলাফল কেমন হয়, সেটাই দেখার।