ভোট-পর্বের মধ্যেই প্রকাশিত মাধ্যমিকের ফল । পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ হল । বৃহ্স্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছর প্রথম দশে রয়েছেন ৫৭ জন । মাধ্যমিকে এবার প্রথম হয়েছেন কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন । প্রাপ্ত নম্বর ৬৯৩ ।
৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু । তৃতীয় স্থানে রয়েছেন তিনজন । মাধ্যমিকে থার্ড হয়েছেন দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাঁশুরি ও দক্ষিণ ২৪ পরগনার নৈঋতরঞ্জন পাল । তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১ ।
এবার মোট ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী মাধ্যমিকে বসেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।