আজ ২ মে মাধ্যমিকের ফলঘোষণা । বৃহস্পতিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা । সকাল ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত ক্যাম্প শিবির থেকে মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে ।
কীভাবে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ?
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা । ওয়েবসাইগুলি হল wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In । মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে ।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে । পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত । চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩ জন । তাঁদের মধ্যে ৩,৯৬,২৭৬ জন ছাত্র এবং ৪,৭৯,৮৩৭ জন ছাত্রী ।