২ মে মাধ্যমিক পরীক্ষার ফলঘোষণা। লোকসভা নির্বাচনের মাঝে পরীক্ষার ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করবে পর্ষদ। ৮ মে উচ্চমাধ্যমিকের ফলঘোষণা করবে সংসদ। পর্ষদ ও সংসদের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
গত কয়েকদিন ধরে জল্পনা তৈরি হয়েছিল, এবার মাধ্যমিক পরীক্ষার আগে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২ মে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। একই দিনে হাতে পাবেন মার্কশিট।
এবার ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার সময়ও এবার এগিয়ে আনা হয়েছিল।