টেস্ট পরীক্ষায় ভালো ফলই করেছিল কাটোয়ার ডিডিসি গার্লস স্কুলের ছাত্রী পৌলমী ঘোষ। কিন্তু মাধ্যমিকে অপ্রত্যাশিত খারাপ ফল হয় তার। সেই হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল ওই তরুণী। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে কাটোয়ায়।
ছোট থেকেই ভালো ছাত্রী হিসাবে পরিচিত ছিল পৌলমী। মাধ্যমিকেও ভালো ফলের আশা করেছিল সে। কিন্তু ফলপ্রকাশের পর দেখা যায় তার প্রাপ্ত নম্বর ৪৬০। হতাশায় ভেঙে পড়ে ওই কিশোরী।
বাড়ি ফাঁকা থাকার সুযোগে গলায় ফাঁস দেয় পৌলমী। সেই অবস্থাতেই কিছুক্ষণ বাদে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।