QR কোড ঝাপসা করে ইতিহাস প্রশ্নপত্র ফাঁস, আবার ঘটনাস্থল মালদা
QR কোড থেকেও লাভ হল না। বাংলা, ইংরেজির পর এবার ইতিহাস। মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনেও ফাঁস হয়ে প্রশ্নপত্র। এবারও প্রশ্নপত্রই পাচার হয়েছে সেই মালদা জেলা থেকেই।
অভিযোগ, প্রশ্নপত্রের QR কোড ঝাপসা করে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় তিন পরীক্ষার্থী। যদিও ওই তিন পরীক্ষার্থী কোন স্কুলের তা জানা যায়নি। তবে, তিন জনেরই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ।
আরও পড়ুন - ছেলের মৃত্যুর জন্য দায়ী কে ? পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বাবা-মায়ের
জানা গিয়েছে, ধরা পড়ার হাত থেকে বাঁচতে বিশেষ কৌশলে প্রশ্নপত্রের QR কোড ঝাপসা করে ছবি তোলা হয়েছিল। যদিও কোনও লাভ হয়নি। কিউআর কোড স্ক্যান করে পর্ষদের কর্মীরা সিরিয়াল নম্বর বের করেন। এরপরেই তিন অভিযুক্তকে চিহ্নিত করা হয়।