ফলপ্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে মাধ্যমিক। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা।
এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। এদিন পর্ষদ জানিয়েছে, আগামী বছর ১২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স প্ল্যাটফর্মে লেখেন, "উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।"