জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik) । দুরুদুরু বুকে বাবার সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল সে । কিন্তু, পরীক্ষা আর দেওয়া আর হল না জলপাইগুড়ির অর্জুন দাসের । বুনো হাতির হামলায় মৃত্যু (Madhyamik examinee died) হল তার । জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকার ঘটনা ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মাধ্যমিক পরীক্ষা দিতে বাবার সঙ্গে বেরিয়েছিল অর্জুন । টাকিমারি এলাকায় রাস্তার মধ্যে হামলা চালায় দলছুট একটি দাঁতাল । গুরুতর জখম হয় অর্জুন । তাকে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যাওয়া হয় । কিন্তু, চিকিৎসকরা জানান, হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় অর্জুনের । মাধ্যমিক পরীক্ষার্থীর এমন মর্মান্তিক পরিণতিতে শোকপ্রকাশ করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন, Madhyamik Examinee's Death: হাতির হানায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর