এবছর মাধ্যমিকে ফের জেলায় জয়জয়কার । প্রথম দশে নেই কলকাতা । ১৬টা জেলা থেকে প্রথম দশে ১১৮ জন। মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়ার দেবদত্তা মাজি । প্রাপ্ত নম্বর ৬৯৭ । দ্বিতীয় স্থানে রয়েছেন দু'জন । ৬৯১ পেয়ে দ্বিতীয় হয়েছেন পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের শুভম পাল ও মালদার রিফত হাসান সরকার । তৃতীয় স্থানে রয়েছেন ৬ জন । তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০ ।
রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চতুর্থ স্থানে রয়েছেন ৪ জন । প্রাপ্ত নম্বর ৬৮৯ । পঞ্চম স্থানাধিকারির প্রাপ্ত নম্বর ৬৮৮ । আট জন রয়েছে এই স্থানে । ষষ্ঠ স্থানে রয়েছেন ১১ জন । প্রাপ্ত নম্বর ৬৮৭ ।