চলতি বছর মাধ্যমিকের মেধাতালিকায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বীরভূমের পুষ্পিতা । রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ইলামবাজারের ছাত্রী । দিনে ১০ ঘণ্টা পড়াশোনা করত পুষ্পিতা । ভবিষ্যতে ইঞ্জিনিয়র হতে চায় সে, গবেষণা করারও ইচ্ছা রয়েছে পুষ্পিতার । ভাল ফলের আশা থাকলেও তৃতীয় হবে সেই প্রত্যাশা ছিল না পুষ্পিতার ।
পুষ্পিতা জানিয়েছে, তার কোনও গৃহশিক্ষক ছিল না । নিজেই পড়াশোনা করেছেন । তবে, সবসময় পাশে পেয়েছে স্কুলের শিক্ষকদের । তার এই সাফল্যের পিছনে বাবা-মা-কে কৃতিত্ব দিয়েছে । পুষ্পিতার কথায়,'ভাল হবে আশা করেছিলাম । কিন্তু থার্ড হব ভাবতে পারিনি । পরবর্তীকালে বিজ্ঞান নিয়ে পড়তে চাই । রিসার্চ করার ইচ্ছে রয়েছে, এছাড়া ইঞ্জিনিয়রের এন্ট্রান্স পরীক্ষাও দিতে চাই ।'
মাধ্যমিকের মেধাতালিকায় এবার তৃতীয় হয়েছে তিনজন । পুষ্পিতা ছাড়াও রয়েছে দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ ও দক্ষিণ ২৪ পরগনার নৈরিতরঞ্জন পাল ।
মাধ্যমিকের মেধাতালিকায় মেয়েরা
তৃতীয়- পুষ্পিতা বাঁশুড়ি
সপ্তম- আবৃত্তি ঘটক, অর্পিতা ঘোষ
অষ্টম- ইন্দ্রাণী চক্রবর্তী, তনুকা পাল
নবম- অরুণিমা চক্রবর্তী