মাধ্যমিকে সেরার সেরা হয়েছে সে । মেধাতালিকার একেবারে প্রথমে জ্বলজ্বল করছে তার নাম । কোচবিহারের বাড়িতে এখন খুশির হাওয়া । ভাল ফল হবে, প্রথম দশের মধ্যে থাকবে সেটা আশা করেছিল কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন । ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে । মা-বাবার স্বপ্নপূরণ করাই তার লক্ষ্য । চন্দ্রচূড় জানিয়েছে, পড়াশোনার জন্য কোনও বাঁধাধরা নিয়ম বা সময় ছিল না । যখন ভাল লাগত, তখনই পড়াশোনা করত সে ।
চন্দ্রচূড় তার সাফল্যের পিছনে গৃহশিক্ষকদের কৃতিত্ব দিয়েছে । পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, গল্পের বই পড়তে ভালবাসে চন্দ্রচূড় । মাধ্যমিকের ফার্স্ট বয়ের কথায়,'আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। আমার মা-বাবাও চান আমি চিকিৎসক হই। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোব।' চন্দ্রচূড়ের বাবা জানিয়েছেন, ছেলে ক্লাসে সবসময় প্রথম হত । মাধ্যমিকেও যে সেরার সেরা হবে, তাঁরা কেউই ভাবতে পারেননি ।