মাধ্যমিকের ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করেন রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ। গত বছরের তুলনায় বাড়ল পাসের হার।
পাসের হারের নিরিখে শীর্ষে কালিম্পং। দুই নম্বরে পূর্ব মেদিনীপুর। তিন নম্বরে কলকাতা। এবার মোট ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী মাধ্যমিকে বসেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।
গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে। পর্ষদ জানিয়েছে, এবার পাসের হারের নিরিখে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। সকাল ১০টা থেকে ক্যাম্পে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন স্কুলের প্রতিনিধিরা।