মহেশতলার মোটরবাইক সার্ভিস সেন্টারে বিধ্বংসী আগুনে ঝলসে পুড়ে মৃত্যু হল এক শ্রমিকের। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান।
পুলিশ জানায়, মৃত কুশ মিস্ত্রি (২৫) মহেশতলা এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের রামপুর পাহাড়পুর রোডের উপর অবস্থিত শিবা কমপ্লেক্সে একটি মোটর বাইক সার্ভিস সেন্টারে বিধ্বংসী আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই পুলিশ ও দমকলে খবর দেন। দমকলের ৩টি ইঞ্জিন এবং দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, ততক্ষণে ওই বাইক সার্ভিস সেন্টারটির ভিতরে থাকা শ্রমিক অগ্নিদদ্ধ হয়ে গিয়েছে। মহেশতলা থানার পুলিশ ও দমকলকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।