সোমবার মণিপুর নিয়ে উত্তপ্ত হল রাজ্য বিধানসভা। তর্ক-বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিংসা বিধ্বস্থ মণিপুর নিয়ে সোমবারই নিন্দা প্রস্তাব নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।
মণিপুরের ঘটনায় নিন্দা প্রস্তাব আনার পর বিধানসভায় সরব হন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন, পুরো ঘটনাটি মণিপুরের অভ্যন্তরীন বিষয়। এবং যেহেতু পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন, সেকারণে রাজ্য বিধানসভায় এনিয়ে আলোচনা করার অধিকার নেই। এরপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। অবশেষে বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।