সাকেত গোখলের গ্রেফতারির আসলে 'রাজনৈতিক প্রতিহিংসা', গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাট সরকারের পদক্ষেপকে ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার রাজস্থানের পুস্করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে দেন, “এটা অত্যন্ত দুঃখের। সাকেত খুব ভাল ছেলে। ওর কোনও দোষ নেই। মোরবি একটা বিরাট বড় দুর্ঘটনা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করেছিল। কিন্তু কিছু ভুল লেখেনি।”
Gourav-Devlina : 'হ্যাপি বার্থ ডে ডার্লিং', দেবলীনার জন্মদিনে ভালবাসা উজাড় করে দিলেন স্বামী গৌরব
একই সঙ্গে সাকেতের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে টুইট করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইটের শেষে অভিষেক লেখেন, তৃণমূল এত কিছুর পরেও মাথা নোয়াবে না।
সোমবার রাতে রাজস্থান (Rajasthan) বিমানবন্দর থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় মুখপাত্র সকেত গোখলে (Saket Gokahle)কে গ্রেফতার করে গুজরাত পুলিশ (Gujarat Police) । মঙ্গলবার সকালে টুইট করে প্রথম এই কহবর প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'brien) । সেইসঙ্গে বিজেপির উদ্দেশে ডেরেকের বার্তা, এসব করে তৃণমূলকে কোনওভাবে রোখা যাবে না । মূলত, মরবি ব্রিজ ভাঙার ঘটনায় সকেতের একটি টুইটকে কেন্দ্র করেই যত বিপত্তি । সেকারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেই দাবি ডেরেকের ।