ওড়িশার করমন্ডল এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনা (Coromondal Express Accident)। রাজ্যের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হবে। আহতদের ১ লক্ষ, জখমদের ৫০ হাজার টাকা দেবে রাজ্য। ওড়িশায় রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের আহতদের কলকাতা ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থাও করবে রাজ্য।
শুক্রবার রাতেই ক্ষতিপূরণ ঘোষণা করে রেলমন্ত্রক। জানানো হয়, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেবে রেল। আহত ও জখমদেরও আর্থিক সাহায্য করা হবে। শুক্রবার রাতে এই ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
আরও পড়ুন: আগেও একাধিক দুর্ঘটনার কবলে করমন্ডল এক্সপ্রেস, জেনে নিন সেই ইতিহাস
এদিন ওড়িশার বালাসরে পৌঁছে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর সঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, আগে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হত। এখন ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এই ট্রেনে রাজ্যের মৃত ও আহতদের সংখ্যা অনেকটাই বেশি। কেন্দ্রের পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও তাই মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো হবে।
ওড়িশার হাসপাতালে যদি চিকিৎসা না করানো যায়, কলকাতায় এনেও আহতদের চিকিৎসা করাতে পারে রেল। রেলমন্ত্রীর সামনেই এমন প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।