অমরনাথে আটকে পড়া বাংলার তীর্থযাত্রীদের জন্য রাজ্য সরকারের হেল্পলাইন চালু। এ কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে একটি টুইট করে হেল্পলাইন নম্বরটি জানান তিনি। রাজ্য সরকারের তরফে নবান্নে একটি কন্ট্রোল রুম খুলে জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি, ০৩৩-২২১৪৫২৬ হেল্পলাইন নম্বরটি ২৪ ঘণ্টাই চালু থাকবে।
অমরনাথের দুর্ঘটনার কথা উল্লেখ করে টুইটে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘অমরনাথ বিপর্যের ঘটনায় আমি হতবাক ও শোকাহত। নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আটকে পড়া পুণ্যার্থী ও তাঁদের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই। নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে (০৩৩-২২১৪৫২৬), আমাদের দিল্লি রেসিডেন্স অফিসকে সক্রিয় করা হয়েছে, বাংলা থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে’।
আরও পড়ুন- Amarnath update:অমরনাথে আটকে কলকাতার বাসিন্দা, ফোন করে জানালেন নিরাপদে রয়েছেন
শুক্রবার আচমকাই অমরনাথের গুহা থেকে বৃষ্টির জল বিদ্য়ুতের বেগে নীচে নেমে আসে। যার জেরে ভেসে যায় বেশ কয়েকটি ক্যাম্প। সংবাদসংস্থার খবর, হড়পা বাণের জেরে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি লঙ্গরখানা।