রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্থানীয় তৃণমূল নেতা আনারুল শেখকে গ্রেফতারের নির্দেশ দিলেন তিনি। মমতা যাওয়ার খানিকক্ষণ আগে গ্রামে যান সিট-এর সদস্যরা। মমতা গ্রামে পৌঁছেই কথা বলেন সিট (SIT) সদস্যদের সঙ্গে। আক্রান্ত দুই পরিবারের সঙ্গে আলাদা ভাবে কথা বলছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী যাওয়ার আগে বগটুই গ্রামে পৌঁছে যান সিট সদস্যরা। ঘটনাস্থল ঘুরে দেখেন জ্ঞানবন্ত সিংহ ও মিরাজ খালিদ।
আরও পড়ুন:
মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই গ্রামে পৌঁছেছেন নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবারের সদস্যরা। উল্লেখ্য, বগটুই গ্রামের ঘটনায় মারা গিয়েছেন ভাদু-সহ মোট ৯ জন।