নাম না করে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বেনজির আক্রমণ মমতার। জগদীপ ধনকড়কে ‘ঘোড়ার পাল’ বলে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে তাঁর নিয়মিত সংঘাত লেগেই রয়েছে। দু’দিন আগে মমতা তাঁর টুইটারে রাজ্যপালকে ‘ব্লক’ করে দেওয়ার পর নতুন মাত্রা পেয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। প্রকাশ্যে ওই কাজের জন্য ‘ক্ষমা’ চেয়ে নিয়েও মমতা জানান, রোজ সকাল থেকে রাজ্যপাল বিভিন্ন বিষয়ে তাঁকে ‘ট্যাগ’ করতেন। বাধ্য হয়েই তিনি রাজ্যপালকে ‘ব্লক’ করেছেন।
বুধবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে রাজ্যপালের নাম না করে মমতা বলেন, ‘‘দিল্লি থেকে একট ঘোড়ার পাল পাঠিয়েছে রাজ্য শাসন করতে। সে সকাল নেই, সন্ধ্যা নেই, আমায় গালাগালি দিয়ে যাচ্ছে। আবার আমাকে টুইটও করছে। তাই ব্লক করে দিয়েছি।’’