এই নিয়ে তৃতীয়বার, বদলে গেল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি (HS exam schedule)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) উচ্চমাধ্যমিকের সূচি বদলের জন্য কার্যত নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর অভিযোগ, মূলত আগামী ১২ এপ্রিল আসানসোল (Asansol) এবং বালিগঞ্জে (Ballygunge) উপনির্বাচনের জন্যই আরেক দফায় বদলাতে হল উচ্চমাধ্যমিকের সূচি (HS exam schedule)।
আরও পড়ুন: দেব অভিনীত 'কিশমিশ'-এর ট্রেলার মুক্তি পাচ্ছে ২১ মার্চ, অভিনব ভিডিয়ো করলেন নায়ক
এর জন্য এই বছর রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ২ দিন আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই উপনির্বাচন না করার জন্য দিল্লিকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, উচ্চমাধ্যমিকের সূচি জানা সত্ত্বেও কমিশন (Election Commission) উপনির্বাচনের দিন বদল করতে রাজি হয়নি। এর পিছনে বিজেপিরই হাত রয়েছে বলে নাম না করে ইঙ্গিতও দেন তিনি।
ফলে, নতুন সূচি অনুযায়ী ২ এপ্রিল থেকেই শুরু হবে উচ্চমাধ্যমিক (Higher Secondary)। প্রথম পর্বে পরীক্ষাগুলি হবে ৫ এপ্রিল পর্যন্ত। আসানসোল (Asansol) এবং বালিগঞ্জে (Ballygunge) উপনির্বাচনের জন্য ৬ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কোনও পরীক্ষা হবে না। ফের পরীক্ষা শুরু হবে ১৬ এপ্রিল থেকে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (JEE) জন্য ২১, ২৪ ও ২৫ এপ্রিল উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা থাকবে না। কারণ, দ্বাদশ শ্রেণির বহু পরীক্ষার্থীই ওই পরীক্ষাগুলিতে বসেন। ২৬ এপ্রিলের পরিবর্তে ২৭ এপ্রিল শেষ হবে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, রাজ্যের জয়েন্ট পরীক্ষা হবে ৩০ এপ্রিল।