বাম আমলে কারা শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন। ১৯৯০ সাল থেকে ২০১১ সাল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তালিকা তৈরি করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার সাংগঠনিক বৈঠকে শিক্ষক সংগঠনের দায়িত্ব দেওয়া হয় ব্রাত্য বসুকে। পাশাপাশি বাম আমলের নিয়োগের তালিকা তৈরির নির্দেশও দেন তৃণমূল নেত্রী। এই নিয়ে কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর চাকরিটাও বাম আমলে হয়েছিল। সেটাও যেন শ্বেতপত্রে থাকে।
শিক্ষক দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চিরকুট দিয়ে নিয়োগ নিয়ে বামেদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তৃণমূল সুপ্রিমোর নির্দেশ পেয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন ব্রাত্য বসুও। তিনি জানান, বাম আমলের দুর্নীতি খুঁজতে কাউন্সিলরদের কাজে লাগানো হবে। ঘুরপথে চাকরি প্রাপকদের নাম বের করতে চলবে অভিযান। বাম জামানায় কাউন্সিলর বা চেয়ারম্যান পদে কারা ছিলেন, তাঁদের কোনও আত্মীয় চাকরি পেয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখা হবে।
শুক্রবার এই ঘোষণার পর নতুন করে রাজ্য-রাজনীতি সরগরম হয়েছে। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, "আমরা চ্যালেঞ্জ করে বলছি, প্রকাশ করুন তালিকা। পুরোটা প্রকাশ করুন। এই তালিকা প্রকাশ্যে এলে জানা যাবে, বাম আমলে নিয়োগ কতটা স্বচ্ছ ছিল।"