কালীপুজোর দিনই নিমন্ত্রণ করেছিলেন। বাংলার রাজ্যপাল লা গণেশনের সেই নিমন্ত্রণ রক্ষা করতেই বুধবার দুপুরে চেন্নাই উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ছাড়ার আগে জানিয়ে গেলেন নিমন্ত্রণ রাখতেই তাঁর এই চেন্নাই সফর। বুধবার গিয়ে বৃহস্পতিবারই ফিরে আসবেন তিনি। সন্ধ্যায় রাজ্যপালের বাড়িতে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তৃণমূল নেত্রী জানান, রাজনৈতিক বন্ধু স্ট্যালিনের সঙ্গেও দেখা করবেন তিনি।
২০২৪ লোকসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর এই চেন্নাই সফরকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে দাবি করছে রাজনৈতিক মহল। সেই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী স্বয়ং। তাঁর মতে, এই চেন্নাই সফরে কোনও রাজনীতি নেই। এই সফরকে আপাদমস্তক সৌজন্য সফর বলেই জানান তিনি।
আরও পড়ুন- Manik Bhattacharya: ভর্তির নামে টাকা তুলতেন মানিক, ইডি দফতরে মুখ খুললেন ঘনিষ্ঠ তাপস মন্ডল
তবে লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলি যে বড় ভূমিকা নেবে, সে ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী। চেন্নাই যাওয়ার আগে তিনি জানান, আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।