শিশু দিবসে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নব নির্মিত ভবন রুপান্ন উদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 'রূপান্ন'-এর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি, এদিন অনুষ্ঠানে উপস্থিত দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্মার্ট ফোন ও ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয় । ছোট ছোট পড়ুয়াদের হাতেও নানা পুরষ্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ।
স্কুল শিক্ষা দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, সোমবার রাজ্যের প্রায় ৮ লক্ষ উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের অ্যাকাউন্টে পৌঁছবে ১০ হাজার টাকা । এদিন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তারই শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন মুখ্যমন্ত্রী বলেন, করোনার সময় যখন ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারত না , পড়াশোনায় অসুবিধা হত, তখন তারা যাতে অনলাইনে পড়াশোনা করতে পারে, সেই বিষয়ে এই উদ্যোগ নেওয়া হয় । ১৭ লক্ষ ছেলেমেয়ে টাকা পেয়েছেন ইতিমধ্যে । এদিন আরও ১০ লাখ ছেলেমেয়ের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে ।
এদিন , নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু । পাশাপাশি, দার্জিলিং থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জিটিএ-র সদস্যরা ।