বছর শেষের আগে আরও দিন আটেক সময় আছে। কিন্তু বছর ঘুরলেই যে লোকসভা ভোট। আর তার জনসংযোগ এই বছরের শেষ থেকেই শুরু করতে চান তৃণমূল কংগ্রেসনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর নির্দেশেই আপাতত ছোট জনসভা এবং পথসভা করবে বাংলার শাসক দল।
তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ২৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ ধামে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ওই দিন নবান্নে গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক করেই হয়তো লোকনাথ ধামে যাবেন তৃণমূল নেত্রী। এটাকেও জনসংযোগের একটি অঙ্গ হিসাবেই দেখছে বাংলার শাসক দলের একাংশ।
এর পাশাপাশি জানুয়ারি থেকে ফের জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী। দু মাস তাঁর এই জেলা সফর চলবে। লোকসভা ভোট ঘোষণার আগে যাবতীয় পরিষেবা প্রদানের কাজ তিনি শেষ করতে চান। সেই লক্ষ্যে বছরের শুরু থেকেই ফের জেলা সফর করবেন মমতা।
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা। তার উদ্বোধন করেই ফের উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। এই সফরেই তিনি ঘুরে দেখবেন বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাও।