মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে বেরিয়ে সরাসরি রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক বিষয়ে রাজ্যপালের সঙ্গে মতানৈক্য তৈরি হয়। সংশয় তৈরি হয়েছিল বিধানসভার অধিবেশন নিয়েও। তবে রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী জানান, দুটি বিল নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে।
রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, রাজভবনে দুধ চা খেয়েছেন তিনি। কিন্তু বিস্কুট খাননি তিনি। এর পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে দুটি বিল নিয়ে কথা হয়েছে তাঁর।
রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর কয়েকমাস দুপক্ষের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও তারপর থেকে দু-তরফ থেকেই চির ধরতে শুরু করে। পঞ্চায়েত নির্বাচনের সময় তা চরমে পৌঁছয়। এই পরিস্থতিতে ফের মমতার রাজভবন যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছিল রাজনৈতিক মহল।