পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শহিদ দিবসের মঞ্চ থেকে তিনি জানিয়ে দেন, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীত্ব থাকাকালীন সময়ের পরিস্থিতির সঙ্গেও তুলনা করেন তিনি।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস। শহিদ দিবসের মঞ্চ থেকে তিনি দাবি করেন, পঞ্চায়েতের আগে ও পরে রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৮ জনই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করেন তৃণমূল নেত্রী। তবে পঞ্চায়েতের হিংসার ঘটনার জন্য তিনি দুঃখিত বলে জানিয়েছেন।
Read More- অসহ্য বিজেপি, ২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম, ধর্মতলা থেকে হুঙ্কার মমতার
এর সঙ্গে ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল নেত্রী। তিনি জানিয়েছেন, ওই নির্বাচনে শুধু নির্বাচনের দিনেই খুন হয়েছিলেন 39 জন।