'যারা দাঙ্গা করে, তারা হিন্দু বা মুসলিম কোনও ধর্মেরই নয়। কোনও কোনও পলিটিক্যাল লিডার পেছন থেকে এনে দেয় তাই দাঙ্গা হয়।' বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের(Netaji Indoor Stadium) প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এর পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের(East Midnapore) পুলিশ সুপার(Police Super) অমরনাথকে রাজনৈতিক চাপের কাছে মাথা না নোয়াতে নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক(BJP MLA) শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জেলা এই পূর্ব মেদিনীপুর(East Midnapore)। এই এই জেলার নন্দীগ্রাম বিধানসভা(Nandigram Assembly) কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) হারিয়ে দেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে(Police Super) প্রকাশ্যেই ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ওই জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝির(Purnendu Majhi) উদাহরণ টেনে এনে মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে বলেন, "পূর্ণেন্দু তো কাজ করছে। ওকে দেখে শেখো।"
সম্প্রতি শিল্প প্রতিষ্ঠানে তোলাবাজির অভিযোগে হলদিয়া শিল্পাঞ্চল(Haldia Industrial Area) এর তৃণমূলের শ্রমিক সংগঠনের(INTTUC) দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) কথায় উঠে আসে সেই প্রসঙ্গ। তারপরই তীব্র ভর্ৎসনার মুখে পড়েন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ(East Midnapore SP Amarnath)।