শিক্ষক দিবসের দিন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ থেকে ফের দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কারও ১০০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। তবে কতটা লোভী হব, সেটা নিজেকে ঠিক করতে হবে।” এসবের পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে বিঁধলেন রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিএমকেও।
শিক্ষক দিবসের মঞ্চ থেকেই দুর্নীতি ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি ১০০ শতাংশ নিয়ন্ত্রণ করতে পারেন? আমি বলব, কেউ পারে না। ভগবানও পারেন না। হাতের পাঁচটা আঙুল কোনওদিনও সমান হয় না।” মমতার কথায়, “মানুষ ভাল-খারাপ সব রকমের হয়। কেউ কেউ আবার সঙ্গ দোষে খারাপ হয়ে যায়। তবে আমরা কতটা লোভী হব, সেটা আমাদের ঠিক করতে হবে। পয়সা আজ আছে, কাল ফুরিয়ে যাবে।”
আরও পড়ুন- Mamata Banerjee: পঞ্চায়েত ভোটের আগে প্রকল্পের খোঁজ মমতার, ৭-৮ সেপ্টেম্বর জোড়া বৈঠকে মুখ্যমন্ত্রী
পাশাপাশি এদিনও সিপিএমকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “সিপিএম অনেক কিছু করেছে। সবটাই জানা আছে। ওরা কাগজ লোপাট করে দিয়েছে। ফলে কোনও প্রমাণ নেই। কিন্তু আমাদের কাগজপত্র রয়েছে তাই ধরতে পারছে।” যদিও নিয়োগে কোনও সমস্যা হয়ে থাকলে সেটাকে ভুল বলেই ব্যখ্যা করেছেন মমতা। তাঁর কথায়, “কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু তা শুধরোনোর সুযোগ দিতে হবে। আমরা সেই সুযোগটাই পাচ্ছি না।” একের পর এক নিয়োগ নিয়ে মামলা দায়ের হচ্ছে। তা নিয়েও এদিন ফের উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।