"বাম আমলে চিরকুট দিয়ে চাকরি হত! চিরকুট দিয়ে বদলি হত"! এসএসসি নিয়োগ বিতর্কের (SSC scam controversy) আবহেই ঝাড়গ্রামের সভায় বামেদের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে বিজেপিকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী।
এসএসসির নিয়োগ দুর্নীতি (SSC controversy) ঘিরে তোলপাড় রাজ্য। বৃহস্পতিবারই নিজাম প্যালেসে তিন ঘণ্টা ধরে জেরা করা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি কন্যা অঙ্কিতা অধিকারীকে অবৈধ ভাবে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছেন। সোমবার সন্ধ্যায় হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ তাঁকে বলে, রাত আটটার মধ্যে কলকাতায় এসে সিবিআই গোয়েন্দাদের সামনে হাজিরা দিতে।
স্কুলে ৬,৮৬১ টি নতুন পদ তৈরি , ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ
অন্যদিকে রাজ্যে শিক্ষক নিয়োগ (SSC) দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী (Partha Chatterjee) সম্প্রতি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারসস্থ হয়েছেন। এসএসসি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে হাই কোর্টের নির্দেশে সিবিআই-এর কাছে হাজিরা দিতে হয়েছে।