চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পঞ্চায়েত ভোটের কথা উঠলেও তা পিছিয়ে যায়। কিন্তু বছরের শুরুতেই কেন পঞ্চায়েত ভোট করা গেল না, তা নিয়ে সোমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, পঞ্চায়েতের নিয়মানুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভোট সম্পন্ন হলেও মে-জুনের আগে দায়িত্ব নিতে পারতেন না নির্বাচিত জনপ্রতিনিধিরা। ফলে চার-পাঁচমাস থমকে যেত পঞ্চায়েতের কাজ। তাই আগাম নির্বাচন হলে টানা ৬ মাস কাজ বন্ধ থাকত। পরিষেবা থেকে বঞ্চিত হতেন সাধারণ মানুষ। তাই সবদিক ভেবে দেখে সময়ের আগে পঞ্চায়েত নির্বাচনের পক্ষে সায় দেননি মুখ্যমন্ত্রী। তবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে যা বলার, তা রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেবে বলেও জানান মুখ্যমন্ত্রী।