সরকারি স্কুলের (Govt School) নীল-সাদা পোশাকে বিশ্ব বাংলা লোগো (Biswa Bangla Logo) নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও হয়। বুধবার অবশেষে বিশ্ব বাংলা লোগো নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বাংলার নামকে কী করে ভুলব কী করে। সবকিছুতেই তৃণমূলের (TMC) দোষ খুঁজে পায়।
এদিন নেতাজি ইন্ডোরে বিধবাভাতা (Widow Allowance) প্রদান অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "আদালতের বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু আমি আমার বাংলা নামকে ভুলে যাই কী করে? সরকারি স্কুলে জুতো-পোশাক দিই। তাতে একটা লোগো থাকবে না! তারা বাংলার নাম গর্ব করে বলবে। কে একটা কোর্টে গিয়ে বলল, তৃণমূলের লোগো। খোঁজ রাখেন না। সবকিছুতেই তৃণমূলের দোষ। লোগোটা আমি তৈরি করেছিলাম। তৈরি করে বাংলার সরকারকে দিয়েছিলাম। সরকারের যত লোগো, সবই আমার করে দেওয়া। তার জন্য পয়সা নিই না। বেসরকারি স্কুল ইচ্ছেমতো ব্যাজ ব্যবহার করতে পারে। সরকারি স্কুলও করতে পারে। বারণ করিনি। শুধু স্কুলের পোশাকে একটা লোগো থাকবে।"
আরও পড়ুন: আগুন লাগিয়ে খুনের নেপথ্যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান! বিস্ফোরক দাবি পরিজনের
কেন্দ্রকেও এই নিয়ে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ভারত সরকার স্ট্যাম্প লাগাতে পারে। বাংলার সরকার পারে না। দিল্লির লোকেরা নিজেদের ছবি লাগিয়ে দিত। আমরা সেসব করি না।" সম্প্রতি রাজ্য সিদ্ধান্ত নিয়েছে সরকারি স্কুলে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের পোশাক হবে সাদা প্যান্ট ও নীল জামা। একটি হাফ প্যান্ট ও জামার সেট ও একটি ফুল প্যান্ট ও ফুলহাতা জামার সেট দেওয়া হবে তাদের। প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীদের দুটি সেট শার্ট ও টিউনিক ফ্রক দেওয়া হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীরা পাবে শার্ট ও স্কার্ট। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের দুটি সেট সালোয়ার কামিজ ও দুটি করে ওড়না দেওয়া হবে। পোশাকের পকেটের কাছে থাকবে বিশ্ববাংলার লোগো।