বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের ঘটনায় রাজ্যের পুলিশের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশ দিবারাত্রি পরিশ্রম করে কাজ করছে। কিন্তু হাতের ৫ আঙুল সমান হয় না। কোনও কোনও ক্ষেত্রে ভুল হতে পারে। সরকার সব রকম ব্যবস্থা নেবে।
মমতা আরও জানান, রামপুরহাটের ঘটনার পর উচ্চপর্যায়ের পুলিশ আধিকারিকরা এলাকায় পড়ে রয়েছেন।
আরও পড়ুন: Jagdeep Dhankar: রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল
রামপুরহাট প্রসঙ্গে আরও একবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথের সরকারকে কটাক্ষ করেছেন মমতা। তিনি জানান, বাংলায় গণতন্ত্র রয়েছে। তাই বিরোধীরা ঘটনাস্থলে যেতে পারছেন৷ কিন্তু উন্নাও আা হাথরসে তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতেদেওয়া হয়নি।