আজ, বৃহস্পতিবার। গ্রাম বাংলা থেকে মফঃস্বল গৃহস্থের ঘরে এদিন লক্ষ্মীপূজো করেন মা-বোনেরা। সেই বৃহস্পতিবারেই নিজের ভোট-প্রতিশ্রুতি রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্ন সূত্রে খবর, আজ দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার মহিলাদের হাতে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালে এই প্রকল্পটি চালু করেছিল রাজ্য সরকার। প্রকল্পের ভাবনায় ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
গত একবছরে ক্রমাগত বেড়েছে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর তালিকা। ইতিমধ্যেই প্রকল্পের আওতায় থাকা প্রায় এক কোটি ৬০ লক্ষ মহিলা এর সুবিধা পান। তবে রাজনৈতিক মহলের দাবি, আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টাকা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী এই প্রকল্পটিতে নতুন কোনও সংযোজনও করতে পারেন।
গত বছর, আজকের দিন অর্থাৎ ৫ মে বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ভোটের প্রচারে লক্ষ্মীর ভান্ডারের কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। তখন জানিয়েছিলেন, জিতে ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেবে তাঁর সরকার। সাধারণ পরিবারের মেয়েরা মাসে ৫০০ টাকা করে বছরে মোট ৬ হাজার টাকা পাবেন। পিছিয়ে পড়া শ্রেণিভুক্তরা পাবেন প্রতি মাসে এক হাজার টাকা করে বছরে ১২ হাজার টাকা।
সম্প্রতি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে লক্ষ্মীর ভান্ডারের আওতায় থাকা মহিলাদের একাংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠিয়েছিলেন মমতা।