আগামী সপ্তাহ থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবারই কোচবিহারে উড়ে যাবেন তিনি। কোচবিহার থেকে আলিপুরদুয়ার যেতে পারেন তিনি। তবে সেই সূচি এখনও চড়ান্ত হয়নি। মঙ্গলবার ফের কলকাতা ফিরে আসবেন তিনি।
কোচবিহার থেকেই নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কোচবিহারেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার করবেন দলনেত্রীও। কোচবিহারের জেলা নেতৃত্ব জানিয়েছেন, সোমবার প্রাণনাথ হাই স্কুলের মাঠে সভার আয়োজন চলছে। বেলা ১১টা থেকে সভা শুরু হওয়ার কথা।
আরও পড়ুন: পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন? ট্যাক্স এড়াতে মাথায় রাখুন এই বিষয়গুলি
পঞ্চায়েত নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি করতে গত সপ্তাহেই কালীঘাটে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বস্তরের নেতারাও। সকলকে প্রচারের ছক বেঁধে দেন তৃণমূল নেত্রী। গ্রামাঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে সামিল তারকা বিধায়ক ও সাংসদরাও। রাজ্য ও যুব নেতৃত্বও পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন।