করমণ্ডল দুর্ঘটনার প্রভাব বাংলায় ভয়াবহ। এবার দুর্ঘটনায় আহতদের দেখতে ওড়িশা থেকে সোজা মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে এদিন কথাও বললেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন তিনি। দুর্ঘটনার দিন মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন, তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনায় আহত ৪৬ জন এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি। এদিন বিকেল ৫টা ২০ নাগাদ হাসপাতালে পৌঁছন তিনি।
মমতা আরও বলেন, ‘‘অন্তত ৬১ জন ভর্তি এখানকার সব হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৬ জন বিহারের ভাইবোন। বুধবার থেকে মৃতদের পরিবারের এক জন সদস্যকে ডাকা হবে। আহত এবং অল্প আহতদেরও ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে।’'