বিরোধী দলনেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বেশ কয়েক বার আদালতে সওয়াল করতে দেখা গিয়েছিল । আবারও সেই ইচ্ছা প্রকাশ করলেন তিনি । মুখ্যমন্ত্রী নিজেই আদালতে কিছু মামলায় সওয়াল করবেন বলে ভাবছেন । তাহলে নিজের মনের কথা বলতে পারবেন তিনি । তাঁর কথায়, মনের কথা বলা ও ব্রিফ করার মধ্যে অনেক পার্থক্য আছে । সম্প্রতি, ঋষি অরবিন্দের জন্ম সার্ধ শতবর্ষে আলিপুর আদালতের (Alipore Court) একটি অনুষ্ঠানে গিয়ে এমনই বলতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে । কোন মামলায় সওয়াল করতে চান তিনি ? তার মধ্যে কি নিয়োগ-দুর্নীতি মামলাও রয়েছে । মুখ্যমন্ত্রীর ইচ্ছাপ্রকাশের পর থেকেই এমন প্রশ্ন উঠে আসছে ।
এদিন, মুখ্যমন্ত্রী বলেন, "আমি কখনও কখনও ভাবি নিজেই কোর্টে গিয়ে প্র্যাকটিস করি। কিন্তু, সময় পেয়ে উঠছি না। তবে ভাবছি কিছু কিছু মামলায় নিজেই সওয়াল করব। কারণ তাতে নিজের মনের কথা বলতে পারব। ব্রিফ করা আর নিজের মনের কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই সেই কারণে আশা করি আমাকেও সুযোগ দেবেন।" এদিন ওই অনুষ্ঠানে ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়রাও উপস্থিত ছিলেন ।
আলিপুরের ওই অনুষ্ঠান থেকে নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে । প্রশ্ন তুলেছেন, রোজ রোজ কেন এত মানুষের চাকরি যাচ্ছে ? মমতা হাতিয়ার করেন বাম আমলে চাকরি সংক্রান্ত এক মামলায় বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশকে। মুখ্যমন্ত্রী দাবি করেন, চাকরি বাতিল নয় বরং ওই রায়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ভুল সংশোধনের পক্ষেই সওয়াল করেছিলেন।