মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee ) বিধানসভায় আসার দিন বদলে গেল । আগে শুক্রবার করে বিধানসভায় আসতেন মমতা বন্দ্যোপাধ্যায় । সপ্তাহের পঞ্চম দিনই নির্ধারিত ছিল তাঁর জন্য । এবার থেকে সপ্তাহের শুরুতেই বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী ।
বাদল অধিবেশনের শুরুতেই বিধানসভার তরফে বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, এবার থেকে আর শুক্রবার নয়, বিধানসভায় মমতা (Mamata Banerjee in Assembly) বন্দ্যোপাধ্যায়ের আসার দিন নির্ধারিত হয়েছে সোমবার । কেন এই বদল তা জানানো হয়নি । তবে, সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই দিন বদল করা হয়েছে । সেক্ষেত্রে, সোমবার বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী ।
জানা গিয়েছে সোমবার ছাড়াও, প্রয়োজন অনুসারে বিভিন্ন অধিবেশনে এবং বিভিন্ন সময়ে বিধানসভায় উপস্থিত থাকবেন তিনি । সপ্তাহের যে দিনটি নির্ধারিত ছিল, সেই দিনেই কেবলমাত্র পরিবর্তন আনা হয়েছে ।
আরও পড়ুন, Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিরপত্তা উপদেষ্টা রূপক কুমার দত্ত
উল্লেখ্য, বিধানসভার বাদল অধিবেশন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল । ২১ জুলাইয়ের পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সঙ্গে কথা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের । রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা হয় । এরপরই বিধানসভায় বাদল অধিবেশনের অনুমতি দেন রাজ্যপাল । তাঁর অনুমতিক্রমেই ২৪ জুলাই থেকে বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয় ।
২৪ জুলাই,প্রথমে সর্বদলীয় বৈঠক হয় । তারপর দুপুর ১২টায় বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়। পাঠ করা হয় শোকপ্রস্তাব। তারপরই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে,এদিনের বাদল অধিবেশনে মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল পরিষদীয় দল। তবে এখনই দলের তরফে স্পষ্ট করে এবিষয়ে জানানো হয়নি ।