সামনেই পঞ্চায়েত ভোট (Panchayet Election) । তার আগে জেলা সফর শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, এবার তিনদিনের জন্য জঙ্গলমহল যাচ্ছেন মুখ্যমন্ত্রী । ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ । তারপরেই জঙ্গলমহল সফরে রওনা দেবেন তিনি । নবান্ন সূত্রে খবর, পুরুলিয়া (Purulia), পশ্চিম মেদিনীপুর (West Medinipore), বাঁকুড়ায় (Bankura) প্রশাসনিক সভা করবেন তিনি ।
নবান্ন সূত্রে খবর, ১৫ তারিখ বাজেট অধিবেশনের পর বিমানে জামশেদপুর উড়ে যাবেন মুখ্যমন্ত্রী । সেখান থেকে সড়কপথে পুরুলিয়া যাবেন, রাতে ওখানেই থাকবেন । ১৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়াতে প্রশাসনিক সভা করবেন । ১৭ ফেব্রুয়ারি বাঁকুড়ায় প্রশাসনিক সভা রয়েছে । এর পর পুরুলিয়ায় ফিরে আসার কথা রয়েছে । সেখান থেকেই ১৮ ফেব্রুয়ারি কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর ।
জঙ্গলমহল থেকে ফিরে আবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর । এরপর একদিনের মেঘালয়ে সফরও রয়েছে তাঁর ।