মুখরোয় বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রীয় গ্রন্থাগার যাওয়ার পথে ঢোলও বাজালেন মমতা।
মঙ্গলবার সকালেই মেঘালয় সফরকালে বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেঘালয় তৃণমূল পর্যবেক্ষক মানস ভুঁইয়ারা। নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মমতা।
নিহতদের সঙ্গে সাক্ষাতের পর শিলঙে সেন্ট্রাল লাইব্রেরিতে যান মমতা। যাওয়ার পথে বেশ হালকা ছন্দেই পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। মেঘালয় সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে ঢোল। সেই ঢোলও বাজালেন মমতা।