চন্দ্রযানের সাফল্যে ISRO-কে ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে সফল অবতরণ করে চন্দ্রযান। বিক্রমের সফল অবতরণে আপ্লুত মমতা। টুইট বার্তায় তিনি জানান, এই সাফল্য দেশের প্রযুক্তি ও বিজ্ঞানের। সেই কারণে ISRO-র সকল বিজ্ঞানীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই মুহূর্তকে উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ করেছেন।
চলতি বছরের ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে চন্দ্রযান ৩।বেলা ২টো ৩৫-এ সফলভাবে উৎক্ষেপন হয়। এরপর কেটেছে এক মাসেরও বেশি সময়। অবশেষে ২৩ অগাস্ট সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান ৩।
চন্দ্রযান ২-এর ক্ষেত্রে শেষ ১৫ মিনিটে বড়সড় বিপত্তি দেখা দিয়েছিল। সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কিন্তু চন্দ্রযান ৩ এর ক্ষেত্রে প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল না। ফলে নির্দিষ্ট সময়েই সফট ল্যান্ডিং করাতে সফল হয়েছে ISRO।