পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনে জড়িত থাকার অভিযোগ বিহার থেকে ভারাটে খুনিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠক করে এই খবর জানালেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার আরও একজনকে গ্রেফতার করা হল। আরও ২ ভাড়াটে খুনির খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
বিহার থেকে যে ভাড়াটে খুনিকে গ্রেফতার করা হয়েছে তাঁর নাম রত্নেশ কুমার পাণ্ডে। তিনি বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, আগে থেকই গোপন সূত্রে খবর পেয়েছিল তারা। সেইমতো বিহারের গোপালগঞ্জে পৌঁছে গিয়েছিল রাজ্য পুলিশের একটি দল। শুক্রবার রত্নেশকে গ্রেফতার করা হয়।
২২ জুন রাতে তৃণমূল কার্যালয়ে খুন হন পুরুলিয়ার তৃণমূল কংগর্েস নেতা ধনঞ্জয় চৌবে। এই ঘটনার পরেই দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর CCTV ফুটেজ খতিয়ে দেখা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের একটি স্কেচ তৈরি করে শুরু হয় তদন্ত। সেই মতে বিহার থেকে গ্রেফতার হয় রত্নেশ।